-->
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট


টেলিভিশন
টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। টেলিভিশন শব্দটি ইংরেজি থেকে এসেছে, মূলতঃ প্রাচীন গ্রিক শব্দ "τῆλε" (ত্যালে অর্থাৎ "দূর") এবং লাতিন শব্দ "Vision" (ভিসিওন্‌, অর্থাৎ "দর্শন") মিলিয়ে তৈরি হয়ে। তাই টেলিভিশনকে বাংলায় কখনও দূরদর্শন যন্ত্র বলা হয়।

আবিষ্কার
গ্রিক শব্দ 'টেলি' অর্থ দূরত্ব , আর ল্যাটিন শব্দ 'ভিশন' অর্থ দেখা। ১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশবিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এর পর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। টেলিভিশন বানিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গনমাধ্যমের ভূমিকায় উঠে আসে।

টেলিভিশনের শ্রেণীবিভাগ
ডিসপ্লে বা প্রদর্শনীর প্রযুক্তির উপর ভিত্তি করে টেলিভিশনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন : সিআরটি (CRT), প্লাজমা (Plasma), এলসিডি (LCD), এলইডি (LED) ইত্যাদি। সম্প্রচার থেকে প্রদর্শন পর্যন্ত টেলিভিশনের সম্পূর্ণ পদ্ধতিকে আবার তিনভাগে ভাগ করা যায় : এনালগ টেলিভিশন (সনাতন পদ্ধতি), ডিজিটাল টেলিভিশন (DTV) ও এইচডিটিভি (HDTV)।


অনলাইনে টিভি দেখার বেশ কিছু সুবিধা আছে।
যেমন -
বিদুৎ না থাকলেও দেখতে পারবেন।
বিছনায় শুয়ে শুয়েও দেখতে পারবেন।
আলাদা ক্যাবল লাইনের দরকার নেই।
বাড়ির বাহিরে থাকলেও প্রিয় প্রোগ্রাম মিস হবে না।

                                                           
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট  বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট

আপনাদের জানার দরকার আছে সকল টিভি চ্যানেলের ঠিকানা এবং ইতিহাস।

         
বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
পাকিস্তান আমলে প্রেসিডেন্ট আইয়ুব খানের উদ্যোগে পাকিস্তানে টেলিভিশন আনা হয়। তিনি ২৬ নভেম্বর ১৯৬৪ সালে পাকিস্তানের লাহোরে প্রথম টেলিভিশন সেন্টারের উদ্বোধন করেন। দ্বিতীয় টেলিভিশন সেন্টারটি করা হয় বাংলাদেশে (তখন পূর্ব পাকিস্তান)। ঢাকায় ডি.আই.টি ভবনে (বর্তমান রাজউক ভবন) ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। টেলিভিশনে প্রথম প্রচারিত অনুষ্ঠানে প্রথম গান গেয়েছিলেন ফেরদৌসী রহমান, গানটি ছিল আবু হেনা মোস্তফা কামালের লেখা এই যে আকাশ নীল হল আজ / এ শুধু তোমার প্রেমে। টেলিভিশন কেন্দ্রের প্রথম প্রযোজক ছিলেন মুস্তাফা মনোয়ার, জামান আলী খান ও মনিরুল ইসলাম; পরবর্তীতে আসেন শহীদ কাদরী, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ আবদুল হাদী, দীন মোহাম্মদ, মোহাম্মদ জাকারিয়া, আতিকুল হক চৌধুরী। আর অনুষ্ঠান বিভাগের প্রথম ব্যবস্থাপক ছিলেন কলিম শরাফী। সেসময় টেলিভিশনে প্রযুক্তির অভাবের কারণে সব অনুষ্ঠান লাইভ অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হতো এবং চ্যানেল ছিল একটি, চলতো সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। টিভির সম্প্রচার সীমা ছিল ঢাকা শহরের চারপাশে দশ মাইল, তবে এর বাইরে ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর থেকেও তা দেখা যেত। ঢাকা টেলিভিশনের স্থাপনা তৈরি, পুরোপুরি চালু করা ও কিছুদিন দেখাশোনা করার দায়িত্বে ছিল জাপানি টেলিভিশন কোম্পানি এনএইচকে। ঢাকা টেলিভিশন প্রথমে সাদাকালো হিসেবে শুরু হলেও পরে ১৯৮০ সাল থেকে রঙিন সম্প্রচার করা শুরু করে। মুক্তিযুদ্ধের পর সংস্থাটির নাম দেয়া হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং এটির রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। ১৯৭৫ সালে ডিআইটি ভবন ছেড়ে রামপুরায় টেলিভিশনের নিজস্ব ভবন তৈরি করা হয়। এখন সেটি রামপুরা টেলিভিশন সেন্টার নামে পরিচিত।

                                                                    বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামের স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার শুরু করে।

450,West Rampura T.V Center,
Dhaka, Bangladesh
Tel: +880-2-8322550, 9330131
E-mail: btvnews@bttb.net.bd
Fax: 8312927
www.btv.gov.bd

DG (BTV) 8616606
DDG (BTV News) 8350008
News Room (BTV) 8312650
DG, Mass Communication 8312555
VC, Film Censor Board 9332427, 9569338
Dhaka Uni Journalist Assoc- 9661900-59(4165)



বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
সংসদ বাংলাদেশ বাংলাদেশ সরকারের একটি নিজস্ব চ্যানেল যেখানে বাংলাদেশ জাতীয় সংসদ-এর কার্যক্রম দেখানো হয়। এটি ২৫ জানুয়ারি ২০১১ হতে সম্প্রচার শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে চলছে চ্যানেলটি।
সংসদ অধিবেশন চলাকালে পুরো কার্যক্রম এ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। তবে সংসদ অধিবেশন বন্ধ থাকলে প্রতিদিন সন্ধ্যা ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্নয়ন ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়।


                                                            বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
এটিএন বাংলা একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটির স্টুডিও ঢাকার কাওরান বাজার-এ ওয়াসা ভবনে। চ্যানেলটি সঞ্চারিত হয় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এবং উত্তর আমেরিকা মধ্যে। চ্যানেলের একটি আয়োজন বিস্তৃত খবর, চলচ্চিত্র, নাটক, টক শো সহ সমসাময়িক আরও বিভিন্ন উপলব্ধ। চ্যানেলটির সম্প্রচার শুরু ১৫ জুলাই, ১৯৯৭। ইউরোপ থেকে সম্প্রচার ২০০১ সালে শুরু হয়।

Multi Media Production Co. Ltd
Wasa Bhaban (1st Floor)
98, Kazi Nazrul Islam Avenue,
Karwan Bazar, Dhaka-1215, Bangladesh
Tel:+880-2-8189630-3, 9139758-60, 9138351
Fax:+880-2-8111876, 9139883
E-mail:atn@dhaka.agni.com, newsatn@yahoo.com
www.atnbangla.tv


                                                             বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
এটিএন নিউজ বাংলাদেশের প্রথম সারির একটি ২৪-ঘন্টা সংবাদমুখী টেলিভিশন চ্যানেল। মূলত এটি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলার একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলার ২৪ ঘণ্টা এই স্লোগান নিয়ে চ্যানেলটি তার আনুষ্ঠানিক যাত্রা করে ২০১০ সালের ৭ জুন।
ATN News Limited
Hasan Plaza, 53 Kazi Nazrul Islam Avenue,
Karwan Bazar, (8th Floor), Dhaka-1215
Tel: +880-2-8189214 -7
E-mail: atnnews24@gmail.com
Fax: +880-2-8189219
www.atnnewstv.com

                                                   বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
চ্যানেল আই একটি উপগ্রহ-ভিত্তিক ও বাংলা ভাষায় সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল। বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও এলাকাতে টিভি চ্যানেলটির প্রধান কার্যালয়। ১৯৯৯ সালের অক্টোবর ১ তারিখে সম্প্রচার শুরু করে। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল।

১ অক্টোবর, ১৯৯৯ এ যাত্রা শুরু করে। দিনে দিনে চ্যানেলটি সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠে।

Impress Telefilm Ltd
39-40, Shohid Tajuddin Ahmed Sarani
Tejgaone I/A, Dhaka 1208, Bangladesh
E-mail:inews@ssibd.net, channeli@bdcom.com
Tel. : +88-02-8891160-65


 বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
একুশে টেলিভিশন বা ইটিভি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র। ২০০০ সালের ১৪ই এপ্রিল এটি সম্প্রচার কার্যক্রম শুরু করে। প্রথমদিকে এটি উন্মুক্ত টেরিষ্টোরিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করে। টিভি চ্যানেলটির খবরে নতুনত্ব ও অভিনবত্ব থাকার কারণে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে। শুরুতে টিভি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন সাইমন ড্রিং এবং বার্তা প্রধান ও পরিচালক ছিলেন মিশুক মুনীর। টিভি সাংবাদিক হিসেবে জ ই মামুন, মুন্নী সাহা, সামিয়া জামান, সামিয়া রহমান প্রমুখ জনপ্রিয়তা অর্জন করেন।

২০০২ সালের ২৯শে আগস্ট টিভি কেন্দ্রটি সম্প্রচার আইন লঙ্ঘনজনিত মামলার কারণে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ২০০৫ সালের ১৪ই এপ্রিল পুণরায় সম্প্রচারের অনুমতি লাভ করলেও উন্মুক্ত সম্প্রচার ক্ষমতা বিলোপ করা হয়। ২০০৭ সালের ২৯শে মার্চ থেকে টিভি কেন্দ্রটি বর্তমানে পূর্ণাঙ্গভাবে তাদের সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।[২] টেলিভিশন চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন - মোঃ সাইফুল আলম ও অনুষ্ঠান পরিচালক আতিকুল ইসলাম খান।
Eksushey Television Ltd.
Jahangir Tower
10, Kazi Nazrul Islam Avenue
Karwan Bazar, (7th Floor),
Dhaka-1215, Bangladesh
Tel:+880-2-9137556, +880-2-8216535-8, +880-2-8121260
E-mail: info@ekushey-tv.com
Fax: +880-2-8121270
www.ekushey-tv.com



বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
এনটিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের জনপ্রিয়তম চ্যানেলের মধ্যে একটি। চ্যানেলটির চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (২০১১) মোসাদ্দেক আলী ফালু।চ্যানেলটি সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, রাজনৈকিত অনুষ্ঠান দেখিয়ে থাকে।
International Television Channel Ltd
BSEC Bhaban (6th Floor)
102, Kazi Nazrul Islam Avenue,
Karwan Bazar, Dhaka-1215, Bangladesh
Tel: +880-2-9143381 -5
E-mail: info@ntvbd.com
Fax: +880-2-9143386 -6
E-mail:info@ntv.com
www.ntvbd.tv


আরটিভি একটি উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল যেটি বাংলাদেশ থেকে সম্প্রচারিত হয়। এটি ২৬ ডিসেম্বর ২০০৫-এ সম্প্রচার শুরু করে।[১] একই মালিক ২০০৩ সালে এনটিভি নামে আরো একটি উপগ্রহ টেলিভিশন চ্যানেল স্থাপিত করেছিল। এটিতে প্রধানত বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই টিভি চ্যানেলের প্রধান কার্যালয় কারওয়ান বাজার, ঢাকা।

আরটিভি ২০১২ সালে বিশ্বজুড়ে তাদের অণুষ্ঠানগুলো সম্প্রচারের লক্ষ্যে সরাসরি-অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার শুরু করে
National Television
BSEC Bhaban (6th Floor)
102, Kazi Nazrul Islam Avenue,Karwan Bazar,Dhaka-1215, Bangladesh
Tel: +880-2-8159355 -59
E-mail: info@rtvbd.tv
Fax: +880-2-9130879
www.rtvbd.tv


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বাংলাভিশন একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী টেলিভিশন চ্যানেল। দৃষ্টি জুড়ে দেশ এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল। চ্যানেলটির চেয়ারম্যান আব্দুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক।
Shamol Bangla Media Ltd
Noor Tower, I/F, Free School Street,
110, Bir Uttam CR Datta Road,Dhaka-1205
E-mail: newsroom@banglavision.tv
Tel:+880-2-8653175-9, +880-2-8627238,
Fax: +880-2-8653173
www.banglavision.tv


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
বৈশাখী টিভি বাংলাদেশের একটি উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন স্টেশন। বাংলা ভাষায় সম্প্রচারিত এই চ্যানেলটির স্টুডিও ঢাকার মহাখালীতে অবস্থিত। চ্যানেলটি একটি জাতীয় পরিসরে সেবা দানকারী গণ-মাধ্যম; যেটি সঞ্চারিত হয় পুরো দেশ জুড়ে। বৈশাখী টিভির অফিসিয়াল সম্প্রচার ২৭ ডিসেম্বর ২০০৫ সালে শুরু হয়।
Boishakhi Media Ltd,
Syed Grand Center,32,
Mohakhali C/A,Level-6,
Dhaka-1212, Bangladesh
Tel:+880-2-8837081-5
Fax:+880-2-8837541
E-mail:info@boishakhi.tv
www.boishakhi.tv

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট

ইসলামিক টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটির স্টুডিও ঢাকার হাতিরপুলে।


এটি বাংলাদেশের প্রথম ইসলামি চ্যানেল। তবে এটিকে নিয়ম ভঙ্গের কারণে এটির সম্প্রচার সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
34/1, Paribagh (4th Floor)
Sonargaon Road, Banglamotor,
Paribag, Dhaka-1000, Bangladesh
Tel:+880-2-8612887, +880-2-8610769, 8610866
Fax: +880-2-8610866
E-mail:newsislamictv@yahoo.com,
info@islamictv.com.bd
www.islamictv.com.bd


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
দিগন্ত টেলিভিশন বাংলাদেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল। এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। এটি ২৮ আগস্ট, ২০০৮-এ বাংলাদেশ ব্রডকাস্ট এর আওতায় পূর্ণ-প্রচার শুরু করে। এম এ রহমান এর মালিকানাধীন দিগন্ত মিডিয়া কর্পরেশন একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি এছাড়াও দৈনিক নয়া দিগন্ত নামে একটি দৈনিক পত্রিকা রয়েছে এই প্রতিষ্ঠানের। এটিতে সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়।[১]


দিগন্ত টেলিভিশন ২০১২ সালে বিশ্বজুড়ে তাদের অনুষ্ঠানগুলো সম্প্রচারের লক্ষ্যে সরাসরি-অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার শুরু করে।



বন্ধ

মে ৬, ২০১৩ সালের স্থানীয় সময় ৪.২০-এর দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সরকারী নির্দেশে চ্যানেলটি বন্ধ করে দেয়।
Al-Razi Complex
166, Syed Nazrul Islam Sharani
Puaran Paltan, Dhaka-1000, Bangladesh
Tel:+880-2-9558303, +880-2-9571709, +880-2-9568661, 9570514
E-mail: newsdtv@gmail.com, info@digantatv.com
Fax: +880-2-9558372
www.digantatv.com

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
দেশ টিভি ২৬ মার্চ ২০০৬ বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা চ্যানেল।
Desh Television Limited
Karnaphuli Media Point
70, Shahid Shangbadik Selina Parvin Sarak
West Malibagh, Mouchak, Dhaka-1217
E-mail: web@desh.tv
Tel:+880-2-8332958 , +880-2-8332922
www.desh.tv


যমুনা টিভি বাংলাদেশের একটি সংবাদভিত্তিক বেসরকারী টেলিভিশন চ্যানেল। ৫ এপ্রিল ২০১৪[১] তারিখে চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে। ১৭ই মার্চ ২০১৪ সালে টেলিভিশন চ্যানেলটি দ্বিতীয়বারের মত পরীক্ষামূলক সম্প্রচারে আসে। যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি অনুমোদন পায় যমুনা কর্তৃপক্ষ।
Jamuna Television Bhaban
Jamuna Future Park Complex, KA-244,
Progoti Sharani, Baridhara,
Dhaka-1229, ,Bangladesh
Tel: 8416060
Fax: 8416067
E-mail:news@jamuna.tv, info@jamuna.tvs
www.jamuna.tv

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
একাত্তর টিভি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ২১ জুন এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। এটি দেশের সংবাদ ভিক্তিক চ্যানেল যার স্লোগান হল "সংবাদ নয় সংযোগ "।

Ekattor Media Limited.
57, Sohrawardi Avenue,
Phone: +8809669710000
Baridhara, Dhaka-1212
E-mail: ekattortv@gmail.com
Website: http://ekattor.tv


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটির স্টুডিও ঢাকার তেজগাঁয়ে। এটি একটি সংবাদভিত্তিক চ্যানেল। মার্চ, ২০১০ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পায়।

Plot-140, 150 Tejgong Industreal Area, Dhaka-1208
Phone: 8879000
Fax: 8879002
E-mail: info@independent24.com
Shomoy TV
Nasir Trade Center
300/4, Bir Uttam C R Datto Road, Dhaka-1205, Bangladesh
Phone: 9670058-65
E-mail: info@somoynews.tv
Fax: 9670056


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
মাছরাঙ্গা টিভি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র। ২০১১ সালের ৩০ জুলাই এটি পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম শুরু করে।
2 Bir Uttam Ziaur Rahman Road
Banani, Dhaka 1213.
Phone: 8815877s
E-mail: info@maasranga.tv
Fax: 8715992

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
২০১২ সালের ৩০ জানুয়ারি চ্যানেল নাইন যাত্রা শুরু করে৷ ভার্গো মিডিয়া ২০১৪ সালে চ্যানেল নাইন ইউকে নাম নিয়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্কাইতে সম্প্রচার চালু করে, যেখানে পরে এটি এনটিভি ইউকের স্থলাভিষিক্ত হয়। চ্যানেলটি ‘ইউটেলস্যাট ২৮’ থেকে গ্রাহকদের ফ্রি-টু-এয়ার হিসাবে সম্প্রচার করে। ২৭ জুন ২০১৪ তারিখে চ্যানেল নাইন ইউকে বন্ধ হয়ে যায় এবং এর স্থলাভিষিক্ত হয় ইকরা বাংলা। সৈয়দা মাহবুবা আকতার চ্যানেলটির চেয়ারম্যান ও এনায়েতুর রহমান বাপ্পি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Virgo Media Limited 340 Tejgao I/A, Dhaka – 1208, Bangladesh
Phone: +88 02 9831121-6
E-mail: info@channelninebd.tv

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
১১ ই নভেম্বর ২০১০ চালু করা হয়েছিল ... মোহনা টিভি সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলা সংস্কৃতি ও ভাষা প্রচার সংকল্প নিয়ে যাত্রা শুরু করে। পৃথিবীর স্টেশন টেলস্টার 10 স্যাটেলাইট থেকে ডিজিটাল সংকেত সম্প্রচার করতে ব্যবহৃত হয়।
House # 08, Road # 04, Section # 7,
Pallabi, Mirpur, Dhaka-1205
Tel: 9005496
Fax: 9011799, 9016595
E-mail: info@mohonatv.com

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
মাই টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ১৫ এপ্রিল ২০১০ থেকে প্রচারিত হচ্ছে। এটি বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় টিভি চ্যানেল। এটি বিভিন্ন অনুষ্ঠান যেমন সংবাদ, নাটক, সিনেমা, ধর্মীয়, শিক্ষণীয়, রাজনৈতিক কাথা-বার্তা সহ আরো অনেক অনুষ্ঠান প্রচার করে থাকে। এটি ১৫৩ দেশ সহ ইউএস, ইউএসএ, ক্যানাডা, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচারিত হয়।

Bhaban, 155, 150/3 East Ulan, Hatir Jheel, Dhaka-1219
Phone: +88 02 55128896-8, Fax: +88 02 55128899
E-mail: info@mytvbd.tv, Web: www.mytvbd.tv
Marketing: mkt@mytvbd.tv, News Room: news@mytvbd.tv
Facebook Page: https://www.facebook.com/mytvbangla
Youtube Page: http://www.youtube.com/user/mytvbangla
wikipedia Page: https://en.wikipedia.org/wiki/My_TV_(Bangladesh)


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
চ্যানেলটি ২০১০ সালে বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স পায়। অনেক মান পরীক্ষামূলক সম্প্রচারের পর ১৮ জানুয়ারি ২০১৩ সালে চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান টিভি'র শুভ উদ্বোধন করা হয়।
House # 60, Block # A, Road # 1, Niketon
Gulshan-1
Dhaka, Bangladesh

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
এসএ টিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটির স্টুডিও ঢাকায়। ১৯ জানুয়ারি ২০১৩ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
House # 47, Road # 116,
Gulshan-1
Dhaka – 1212
Phone: +88 02 9894500
Fax: +88 02 9895234
Email: info@satv.tv
Web: www.satv.tv


                                                             বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
২০১১ সালের নভেম্বরে সিঙ্গাপুরভিত্তিক টিভি চ্যানেল সিক্সটিন ডাউনলিঙ্ক করে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য অনুমতি দেওয়া হয় ইনসাইট টেলিকাস্ট নামক প্রতিষ্ঠানকে।পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় এটির সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া তথ্য মন্ত্রণালয়।


B.T.M.C Bhabon (5th floor)
7-9 Kawranbazar,
Dhaka-1215, Bangladesh.
E-mail: info@channel-16tv.com, insight.telecast@hotmail.com
Web: www.channel-16tv.com
Phone:+880-2-8189800 Fax: +880-2-9142924


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
চ্যানেল টুয়েন্টিফোর একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ২৪ মে বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই চ্যানেলটি।

Times Media Limited
387 (South), Tejgaon I/A, Dhaka-1208
Tel: +8802 55029724, 55029722-3
Fax: +8802 817 0322
E-Mail: info@channel24bd.tv, it@channel24bd.tv


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
দীপ্ত টিভি বাংলাদেশের একটি বেসরকারি বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ১৮ নভেম্বর ২০১৫ থেকে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে এর সম্প্রচার কার্যক্রম শুরু করে। এর সদরদপ্তর ঢাকার তেজগাঁওে অবস্থিত। চ্যানেলটি একবছরের মধ্যেই দর্শক জনপ্রিয়তা পায়। দীপ্ত টিভি ২০১৫-র ১৮ নভেম্বর থেকে সুলতান সুলেমান ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।

Plot # 7/A/GA Tejgaon Industrial Area (Near at Karwan Bazar), Dhaka-1208
Tel: +8802 9121056-7
Fax: +8802 9121058



বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
নিউজ টুয়েন্টি ফোর হলো বাংলাদেশের একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এটি যাত্রা শুরু করে ২০১৬ সালে। এর কার্যালয় ঢাকার বারিধারার বসুন্ধরায় অবস্থিত। এটি ইস্ট ওয়েস্ট মিডিয়া কোম্পানির একটি চ্যানেল।
নিউজ টুয়েন্টি ফোর ২০১৬ সালের ২৬শে মার্চ পরিক্ষামূলক সম্প্রচার শুরু করে। এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২৮শে জুলাই ২০১৬ সালে।

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
‘সময়ের প্রয়োজনে সময়’ আমাদের স্লোগান; এই স্লোগান নিয়েই সময় সংবাদের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় ২০১০ সালের ১০ অক্টোবর। ২০১১ সালের ১৭ এপ্রিল বিকেল ৫টার সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে শুরু হয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক এই স্যাটেলাইট চ্যানেলটির আনুষ্ঠানিক কার্যক্রম।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
ডিবিসি নিউজ হচ্ছে একটি বাংলাদেশী উপগ্রহ ভিত্তিক টেলিভিশন সংবাদ চ্যানেল। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর তারিখে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। চ্যানেলটির চেয়ারম্যান হিসেবে ইকবাল সোবহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শহীদুল আহসান এবং প্রধান সম্পাদক হিসেবে মঞ্জুরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
দুরন্ত টিভি বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ৫ অক্টোবর ২০১৭ সালে চ্যানেলটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে। ‘দুরন্ত’ টিভির পরিচালক হলেন অভিজিৎ চৌধুরী, প্রকল্প পরিচালক শাকিব আরিফিন, অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, বিপণন বিভাগের প্রধান হলেন আমজাদ হোসেন আরজু।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
১৯৯৮ সালে বাংলা টিভি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে ও ১৯৯৯ সালে বাংলা টিভি আনুষ্ঠানিক ভাবে ইংল্যান্ডের প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৫ সালের আগ পর্যন্ত এটা ছিল অর্থের বিনিময়ে প্রচারিত চ্যানেল। তখন চ্যানেল এস নামের মুক্ত ও বিনামূল্যের চ্যানেল চালু হলে বাংলা টিভি প্রতিযোগিতায় টিকে থাকতে এর সেবা বিনামূল্যের করে দেয়।
১লা জুলাই ২০১০ সালে স্কাই ও চ্যানেল ৭৮৬ বাংলা টিভিকে বাতিল করে দেয় কোন ব্যাখা ছাড়াই। পরে ৯ জুলাই আবার ফিরে আসে।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
মেয়র, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হকের নেতৃত্বে প্রায় চার বছর আগে কার্যক্রম শুরু করে নাগরিক টিভি। ২০১৫ সালে লাইসেন্স পায় নাগরিক টেলিভিশন। তাঁর সহধর্মিণী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকও শুরু থেকেই প্রতিষ্ঠানটির পরিকল্পনা নিয়ে কাজ করেন। ২০১৫ সালে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগ দেন উপস্থাপক-নির্মাতা ডা. আব্দুন নূর তুষার। তাঁদের নেতৃত্বে বাণিজ্যিক সম্প্রচারের যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে নাগরিক টিভি। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে রাত ১২টা থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু পর ১ মার্চ ২০১৮ তারিখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে টেলিভিশন চ্যানেলটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয় উদ্বোধনী অনুষ্ঠান।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
আনন্দ টিভি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন সংস্থা। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র (এটিভি) ১১ই মার্চ ২০১৮ হতে সম্প্রচার শুরু করে। রাজধানীর বনানীতে এটিভির নিজস্ব ভবনে রবিবার সন্ধ্যায় চ্যানেলটির উদ্বোধনী করা হয়।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
গান বাংলা (GB) , হচ্ছে বাংলাদেশ ভিত্তিক একটি ২৪/৭ এইচডি গানের চ্যানেল, চ্যানেলটি প্রথম যাত্রা শুরু করে ১৪ অক্টোবর, ২০১৩-এ।গান বাংলা টিভি বাংলা গান সম্প্রচার এবং বাংঙ্গালি সংস্কৃতি তুলে ধরে এবং বিভিন্ন দেশ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের কিছু অংশ এবং মধ্য প্রাচ্যে ও এটি সম্প্রচারিত হয়।

বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
জিটিভি একটি উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ২০১২ সালের ১২ জুন, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই চ্যানেলটি।[১] বাংলাদেশেল রাজধানী ঢাকার সেগুন বাগিচাতে চ্যানেলটির প্রধান কার্যালয় অবস্থিত। ২০১৪ সালে চ্যানেলটি ১৫৬ কোটি টাকায় ৬ বছরের জন্য বিসিবির সম্প্রচার সত্ত্ব কিনে নেয়।


বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট

ক্রোনাস স্যাটেলাইট ব্রডকাস্ট, সংক্ষেপে সিএসবি নিউজ, (ইংরেজি: Chronus Satellite Broadcast, CSB News) বাংলাদেশের সংবাদ বিষয়ক প্রথম চ্যানেল। এই চ্যানেলটির মালিক ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানী। সিএসবি নিউজ পরীক্ষামূলক ভাবে সম্প্রচার শুরু করে ২৪শে মার্চ ২০০৭ সালে, এবং বানিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ই এপ্রিলে।

২০০৭ সালের ৬ই সেপ্টেম্বরে বিটিআরসি তৎকালীন সরকারের বিরুদ্ধে টকশে, সংবাদ প্রচারের অভিযোগ তুলে চ্যানেলটি বন্ধ করে দেয়।



বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট
চ্যানেল ওয়ান একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক। বাংলাদেশ সময় সকাল সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়।
২৭ এপ্রিল ২০১০ সালে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়।


2 Responses to "বাংলাদেশ টিভি চ্যানেল এর ইতিহাস এবং ওয়েব সাইট "

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *