-->
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য


বিভাগ - ৮ টি,
বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হলো:
বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য

ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ
সিলেট বিভাগ বরিশাল বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ


জেলা- ৬৪ টি।
কক্সবাজার জেলা কিশোরগঞ্জ জেলা কুড়িগ্রাম জেলা কুমিল্লা জেলা
সুনামগঞ্জ জেলা সিলেট জেলা সিরাজগঞ্জ জেলা সাতক্ষীরা জেলা
শেরপুর জেলা শরীয়তপুর জেলা লালমনিরহাট জেলা লক্ষীপুর জেলা
রাজশাহী জেলা রাজবাড়ী জেলা রাঙ্গামাটি জেলা রংপুর জেলা
যশোর জেলা মৌলিভীবাজার জেলা মেহেরপুর জেলা মুন্সীগঞ্জ জেলা
মানিকগঞ্জ জেলা মাদারীপুর জেলা মাগুরা জেলা ময়মনসিংহ জেলা
ভোলা জেলা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বরগুনা জেলা ফেনী জেলা
বাগেরহাট জেলা বান্দরবান জেলা বগুড়া জেলা পিরোজপুর জেলা
ফরিদপুর জেলা বরিশাল জেলা পাবনা জেলা পটুয়াখালী জেলা
পঞ্চগড় জেলা নোয়াখালী জেলা নেত্রকোণা জেলা নীলফামারী জেলা
নারায়ণগঞ্জ জেলা নাটোর জেলা নরসিংদী জেলা নড়াইল জেলা
নওগাঁ জেলা দিনাজপুর জেলা ঢাকা জেলা ঠাকুরগাঁও জেলা
টাঙ্গাইল জেলা জয়পুরহাট জেলা চুয়াডাঙ্গা জেলা চাপাইনবাবগঞ্জ জেলা
ঝিনাইদহ জেলা চাঁদপুর জেলা চট্টগ্রাম জেলা গোপালগঞ্জ জেলা
ঝালকাঠি জেলা গাজীপুর জেলা গাইবান্ধা জেলা খুলনা জেলা
জামালপুর জেলা খাগড়াছড়ি জেলা কুষ্টিয়া জেলা



সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।

থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।

উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)

পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)

ইউনিয়ন - ৪৫৬২ টি।

গ্রাম- ৮৭৩৭২ টি।

জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।

জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।

বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য
পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।

জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)

শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)

গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)

স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)

মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।

মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।

জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।

দরিদ্রতার হার - ৩১.৫০%।

আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।

শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)

VAT এর হার- ১৫%।

পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)

সরকারি বস্ত্রকল- ১৮ টি।

চিনিকল- ১৫ টি।

সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।

সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)

জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।

অস্ত্র কারখানা - ১ টি।

সরকারি ইপিজেড- ৮ টি।

নদী বন্দর - ৩০ টি।

সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।

নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)

বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।

মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)

মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।

মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।

নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)

মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।

সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।

কাগুজে নোট - ৯ টি।

ব্যাংক নোট- ৫ টি।

জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)

শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)

সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।

সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।

নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।

শিক্ষাস্তর - ৪ টি।

পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৫ টি।

আবাদযোগ্য জমি - ২ কোটি একর।

চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)

বসবাসকারী উপজাতি - ৪৮ টি।

পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।

জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।

উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ৪ টি।

ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)

মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)

স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)

হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি

অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)

গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)



বাংলাদেশের প্রথম যা যা 


• রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান

• অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম

• প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ

• প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম

• এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার

• সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩

• অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১

• গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২

• জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ

• বানিজ্য জাহাজ - - বাংলার দূত

• রণতরী - - বি এন এস পদ্মা

• মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২

• বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল) 

• নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস

• বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬) 

• মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী

• নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি

• নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী

• নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা

• উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা

• আদমশুমারি - - ১৯৭৪ সাল

• ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ

• রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০

• গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ

• প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট, ঢাকা

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - -পি জে হার্টস

• বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ

• প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহীম




বাংলাদেশের কোথায় কি আছে

১. বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্না আছে? উ: হিমছড়ি

২. বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্না আছে? উ: সীতাকুন্ড

৩. বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি? উ: bdnews 24 . com

৪. দেশের দ্বিতীয় মেরিন একাডেমী কোথায়? উ: পাবনা

৫. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি? উ: ৫৭ টি

৬. বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status লাভ করে কখন? উ: ১৯৯৭ সালে

৭. বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয় কোনটি কে? উ: চট্টগ্রাম

৮. VAT দিবস কবে? উ: ১ জুলাই

৯. বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উ: চলন বিল

১০. বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সংযোগ রয়েছে কোথায়? উ: রাঙ্গামাটি

১১. পদ্মা নদীর অপর নাম কি? উ: কীর্তিনাশা

১২. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? উ: ইরাক

১৩. বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি? উ: জীবন তরী

১৪. বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? উ: তিতাস

১৫. KAFCO কোথায় অবস্থিত? উ: চট্টগ্রাম

১৬. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই? উ: কক্সবাজার ।

১৭. আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? উ: মহেশখালী

১৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল? উ: ৪৪৫ মাইল

১৯. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৫৩ সালে

২০. দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন তলিয়ে যায়? উ: ২০১০ সালে

১। জাতীয় স্মৃতিসৌধ কে উদ্বোধন করেন? 

= হুসেইন মোহাম্মদ এরশাদ।

২। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? 

= চাপাই নবাবগঞ্জ।

৩। আয়তনে বড় জেলা কোনটা? 

= রাঙামাটি

৪। সবচেয়ে ছোট জেলা কোনটি? 

= নারায়নগঞ্জ।

৫। সবচেয়ে পূর্বের জেলা কোনটি? 

= বান্দরবন।



বাংলাদেশের জানা অজানা 


1* বাংলাদেশের একমাত্র জলপ্রপাত

কোথায় অবস্থিত? 

উওর : মৌলভীবাজার

2* বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? 

উওর : খুলনা

3* ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? 

উওর : ঢাকা

4* বাংলাদেশের প্রথম ইকো পার্ক

কোথায় অবস্থিত? 

উওর : চট্টগ্রামে

5* বাংলাদেশের শীতল পানির

ঝর্ণা কোথায় অবস্থিত? 

উওর : হিমছড়ি পাহাড়, কক্সবাজার

সম্প্রদায়---

উপজাতির না----------------------------------- আবাসস্থল

গারো---------------------------------------------- ময়মনসিংহ

চাকমা---------------------------------------------রাঙ্গামাটি ও খাগড়াছড়ি

সাঁওতাল------------------------------------------ রাজশাহী ও দিনাজপুর

রাখাইন------------------------------------------- পটুয়াখালী

মারমা--------------------------------------------- কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী

হাজং---------------------------------------------- ময়মনসিংহ ও নেত্রকোনা

রাজবংশী------------------------------------------ রংপুর

মুরং------------------------------------------------ বান্দরবানের গভীর অরণ্যে

কুকি ---------------------------------------------- সাজেক ভেলী (রাঙ্গামাটি) 

হুদি------------------------------------------------- নেত্রকোনা

পাংখো----------------------------------------------বান্দরবান

খাসিয়া----------------------------------------------সিলেট

ওরাও------------------------------------------------বগুড়া, রংপুর

টিপরা -----------------------------------------------খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম

লুসাই ------------------------------------------------পার্বত্য চট্টগ্রাম

খুমি--------------------------------------------------- বান্দরবান

মনিপুরী--------------------------------------------- সিলেট

তনচংগা-------------------------------------------- রাঙ্গামাটি

রনজোগী------------------------------------------- বান্দরবানের গভীর অরণ্যে

১.বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম? 

উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক? 

উঃ সোনালী ব্যাংক

৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল? 

উঃ মনিহার (যশোর) 

৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার জাহাজ? 

উঃ বাংলার দূত

৫. বাংলাদেশের বৃহত্তম শহর? 

উঃ ঢাকা

৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর? 

উঃ চট্টগ্রাম বন্দর ৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র? 

উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র? 

উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 

৯.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র? 

উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া

১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল? 

উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা

১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? 

উঃ তাজিংডং (বিজয়) (১২৩১ মিঃ) 

১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়? 

উঃ গারো (ময়মনসিংহ) 

১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ? 

উঃ বৈলাম (প্রায় ৬১মিটার) 

১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী? 

উঃ সুরমা

১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী? 

উঃ যমুনা

১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ? 

উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:) 

১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? 

উঃ বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কি: মি:) 

১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত? 

উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম) 

১৯. বাংলাদেশের দীর্ঘতম মানুষ? 

উঃ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি) 

২০. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত? 

উঃ লালখান, সিলেট (৩৮৭৭ মি:মি:) ২১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত? উঃ লালপুর, নাটোর ২২. বাংলাদেশের উষ্ণতম স্থান? উঃ নাটোরের লালপুর (৪৫.১ ডিগ্রী) 

২৩. বাংলাদেশের শীতলতম স্থান? 

উঃ সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রী) 

১, বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি? 

উ, ২ টি

২, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? 

উ, যমুনা সেতু

৩, লালন জাদুঘর কোথায় অবস্থিত? 

উ, কুষ্টিয়া

৪, অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? 

উ, চট্টগ্রাম

৫, জাতীয় পতাকা দিবস কবে? 

উ, ২মার্চ

৬, কত সালে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 

উ, ১৯৫৫

৭, সমুদ্রে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র কোনটি? 

উ, সাঙ্গু

৮, হলুদ বিহার কোথায় অবস্থিত? 

উ, নওগাঁ

৯, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? 

উ, ১৯৮৬

১০, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? 

উ, বৌদ্ধ

১১, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 

উ, ঢাকা

১২, পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? 

উ, সোনারগাঁও

১.সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।

২.সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।

৩.আয়তনে বড় জেলা- রাঙামাটি।

৪.আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।

৫.জনসংখ্যায় বড় জেলা- ঢাকা।

৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।

৭.আয়তনে বড় থানা- শ্যামনগর (সাতক্ষীরা) 

৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।

৯.জনসংখ্যায় বড় থানা- বেগমগঞ্জ (নোয়াখালী)।

১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।




বাংলাদেশে বৃহত্তম সবকিছু
দ্বীপ ---------------------------- - ভোলা

গ্রাম - ---------------------------- বানিয়াচং, হবিগঞ্জ (এশিয়ার বৃহত্তম) 

বিভাগ --------------------------- - ঢাকা

পানি সেচ প্রকল্প - -------------- তিস্তা প্রকল্প

সমুদ্রবন্দর - ---------------------- চট্টগ্রাম

সার কারখানা - ------------------ যমুনা সার কারখানা, জামালপুর

কনটেনার জাহাজ ------------ - বাংলার দূত

যুদ্ধ জাহাজ - --------------------- বি এন এস বঙ্গবন্ধু

জলবিদ্যুৎকেন্দ্র ----------------- - কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

গ্যাসক্ষেত্র ------------------------ - তিতাস, কুমিল্লা

বনভূমি --------------------------- - সুন্দরবন (৬০১৭ বর্গ কিমি) 

চিড়িয়াখানা ------------------------ - মিরপুর চিড়িয়াখানা

হাওড় - -------------------------------- হাকালুকি

উদ্যান - ------------------------------ সোহরাওয়ার্দী উদ্যান

জেলা (আয়তনে) - ------------------- পার্বত্য রাঙামাটি

উপজেলা - - (আয়তন) - ------------- শ্যামনগর, সাতক্ষীরা

বিশ্ববিদ্যালয় ---------------------------- - ঢাকা বিশ্ববিদ্যালয়



বাংলাদেশের প্রথম


প্রশ্নঃ প্রথম নোবেল বিজয়ী কে? উত্তরঃ ড.মহম্মদ ইউনুস

প্রশ্নঃ প্রথম রণতরী কী? উত্তরঃ বি এন এস পদ্মা

প্রশ্নঃ প্রথম নারী উপাচার্য কে? উত্তরঃ ফারজানা ইসলাম

প্রশ্নঃ প্রথম এভারেস্ট জয়ী কে? উত্তরঃ মুসা ইব্রাহিম

প্রশ্নঃ প্রথম নারী এভারেস্ট জয়ী কে? উত্তরঃ নিশাত মজুমদার

প্রশ্নঃ প্রথম নারী স্পিকার কে? উত্তরঃ শিরিন শারমিন চৌধূরী

প্রশ্নঃ প্রথম সেনাবাহিনী প্রধান কে? উত্তরঃ জেনারেল এমএজি ওসমানী

প্রশ্নঃ প্রথম পতাকা উত্তলন হয় কবে? উত্তরঃ ২ মার্চ ১৯৭১

প্রশ্নঃ প্রথম মুদ্রা চালু হয় কবে? উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

প্রশ্নঃ প্রথম বিমান চালু হয় কবে? উত্তরঃ ৪ ফেব্রুয়ারি ১৯৭২

প্রশ্নঃ প্রথম বিশ্ববিদ্যালয় কী? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১সাল) 

প্রশ্নঃ প্রথম নির্বাচন কমিশনা কে?-- উত্তরঃ বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস

প্রশ্নঃ প্রথম বাংলা ছায়াছবি কী? উত্তরঃ মুখ ও মুখোশ(১৯৫৬) 

প্রশ্নঃ প্রথম বিমানবাহিনী প্রধান কে? উত্তরঃ একে খন্দকার

প্রশ্নঃ . প্রথম নারী পাইলট কে? উত্তরঃ কানিজ ফাতেমারোকসানা।

প্রশ্নঃ প্রথম বানিজ্য জাহাজ কী? উত্তরঃ বাংলার দূত




বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ

১. বাংলাদেশের প্রথম রেললাইন বসানো হয় – ১৮৬২ সালে।

২. BRTA(Bangladesh Road Tansport Authority) গঠিত হয় - - ১৯৮৮ সালে।

৩. ঢাকার সাথে চট্টগ্রামের সড়কপথের দূরত্ব - - ২৭৮ কিমি।

৪. যমুনা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে - - ৪.৮ কিমি ও ১৮.৫ মিটার।

৫. যমুনা সেতুর পাইল, পিলার ও স্প্যানের সংখ্যা যথাক্রমে - - ১২১টি, ৫০টি ও ৪৯ টি।

৬. মহখালী ফ্লাইওভার উদ্বোধন হয় - - ৪ নভেম্বর ২০০৪।

৭. ডাক বিভাগের স্লোগান - - সেবাই আদর্শ।

৮. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য - - ৬.১৫ কিমি।

৯. প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রের নাম - - বেতবুনিয়া, রাঙামাটি (১৯৭৫সাল)।

১০. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মুল সড়কের দৈর্ঘ্য - - ২৬ কিমি (ঘূর্ণায়মান পথসহ ৩২ কিমি)।

১১. বাংলাদেশ বিমানের প্রথম নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।

১২. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম যানবাহন কারখানার নাম - - প্রগতি ইন্ডাস্ট্রিজ।

১৩. আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয় - -১৯৮৬ সালে।

১৪. দেশে কার্ড ফোন চালু হয় - - ১৯৯২ সালে।

১৫. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যক্রম শুরু করে - - ২০০২ সালে।

১৬. দেশে ইন্টারনেট চালু হয় - - ১৯৯৬ সালে।

১৭. বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তির চালু হয় - - ২১ জুলাই ২০০৯।

১৮. বাংলাদেশে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় - - ২১ মে ২০০৬।

১৯. বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয় – ১৯৯৩ সালে।

২০. বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি - - সিটিসেল(দ্য প্যাসিফিক বাংলাদেশ টিলিকম লিমিটেড)।

২১. সর্বশেষ মোবাইল কোম্পানি – ওয়ারিদ, এয়ারটেল নামে যাত্রা শুরু - - ২০ ডিসেম্বর ২০১০ সাল।

২২. দেশের একমাত্র সরকারি মোবাইল কোম্পনি - - টেলিটক, ৩১ মার্চ ২০০৫ সাল থেকে।




৮ সংখ্যা দিয়ে মনে রাখার


১. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে> ৮ম দেশ

২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল ৮নং সেক্টর

৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব> ৮ফুট

৪. পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট> ৮টি দেশ, 

৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে> ৮মিনিট ২০সেকেন্ড

৬. বিশ্ব সাক্ষরতা দিবস> ৮সেপ্টেম্বর

৭. D-8 এর সদস্য দেশ মোট> ৮টি

৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের> ৮নং অনুচ্ছেদে

৯. মধ্য আমেরিকার দেশ> ৮টি

১০. ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের> ৮ম সংশোধনীতে

১১. SAARC এর সদস্য দেশ মোট> ৮টি

১২. আন্তর্জাতিক নারী দিবস> ৮ মার্চ

১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে মোট> ৮টি করে

১৪. সেন্টমার্টিন/ তালপট্টী দ্বীপের আয়তন> ৮ বর্গ কি মি. 

১৫. বান কি মুন জাতিসংঘের> ৮ম মহাসচিব

১৬. MDG (Millennium Development Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে> ৮টি

১৭. বিশ্ব রেডক্রস দিবস> ৮মে

১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে> ৮বছর

১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ>৮টি, 

২০. মাকড়সার পা মোট> ৮টি

২২. এক বাইট এর সমান> ৮ বিট

২৩. অস্থায়ী সরকারের সচিবালয় ছিল> ৮নং থিয়েটার রোড, কলকাতা

২৪. বাংলাদেশে মোট সার কারখানা আছে> ৮টি

২৫. বাংলাদেশে মোট ইপিজেড-এর সংখ্যা >৮টি

২৬.অক্সিজেনের পারমানবিক সংখ্যা> ৮টি




বিভিন্ন দিবস জানুন


১০ জানুয়ারি ====================> বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯ জানুয়ারি ====================> জাতীয় শিক্ষক দিবস।

২০ জানুয়ারি ===================> শহীদ আসাদ দিবস।

১৪ ফেব্রুয়ারি ==================> সুন্দরবন দিবস।

২১ ফেব্রুয়ারি ====================> শহীদ দিবস।

২৮ ফেব্রুয়ারি ====================> জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।

২ মার্চ ===========================> জাতীয় পতাকা দিবস।

৮ মার্চ ==========================> বিশ্ব নারী দিবস।

১৭ মার্চ =========================> শিশু দিবস।

২১ মার্চ =========================> বিশ্ব বৈষম্য দিবস।

২২ মার্চ =========================> বিশ্ব পানি দিবস।

২৩ মার্চ =========================> বিশ্ব আবহাওয়া দিবস।

২৪ মার্চ =========================> বিশ্ব যক্ষা দিবস।

২৬ মার্চ =========================> স্বাধীনতা দিবস।

৩১ মার্চ =========================> জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

২ এপ্রিল ========================> জাতীয় প্রতিবন্ধী দিবস।

৭ এপ্রিল =========================> বিশ্ব স্বাস্থ্য দিবস।

১৭ এপ্রিল ========================> মুজিবনগর দিবস।

২৩ এপ্রিল ========================> বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস।

২৬ এপ্রিল ========================> বিশ্ব মেধা সম্পদ দিবস।

১ মে ============================> মহান মে দিবস।

৩ মে ============================> বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস।

৪ মে =============================> আন্তর্জাতিক শিশু দিবস।

১৩ মে ============================> বিশ্ব মা দিবস।

১৫ মে ============================> বিশ্ব পরিবার দিবস।

১৬ মে ============================> ফারাক্কা দিবস।

১৭ মে ============================> বিশ্ব টেলিযোগাযোগ দিবস।

২২ মে ============================> বিশ্ব জীববৈচিত্র দিবস।

২৫ মে ============================> কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী।

২৮ মে =============================> নিরাপদ মাতৃত্ব দিবস।

২৯ মে =============================> বিশ্ব জাতিসংঘ শান্তি রক্ষা দিবস।

৩১ মে ==============================> বিশ্ব তামাক মুক্ত দিবস।

৫ জুন ===============================> বিশ্ব পরিবেশ দিবস।

৭ জুন ===============================> ছয় দফা দিবস।

১২ জুন ===============================> বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

১৩ জুন ==============================> নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভ টীজিং প্রতিরোধ দিবস।

২৩ জুন =============================> পলাশী দিবস।

২০ জুন ==============================> বিশ্ব উদ্বাস্তু দিবস।

২১ জুন ==============================> বিশ্ব সংগীত দিবস।

১ জুলাই ==============================> ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।

৩ জুলাই ==============================> জন্ম নিবন্ধন দিবস।

৭ জুলাই ===============================> বিশ্ব সমবায় দিবস।

১০ জুলাই ===============================> মুসক দিবস।

১১ জুলাই ================================> বিশ্ব জনসংখ্যা দিবস।

১৮ জুলাই ================================> ম্যান্ডেলা দিবস।

২৯ জুলাই =================================> বিশ্ব বাঘ দিবস।

৬ আগস্ট =================================> হিরোসিমা দিবস।

৯ আগস্ট =================================> বিশ্ব আদিবাসী দিবস ও নাগাসাকি দিবস।

আগস্ট এর প্রথম রবিবার =======================> বিশ্ব বন্ধু দিবস।

১২ আগস্ট =====================================> বিশ্ব যুব দিবস।

১৫ আগস্ট ===================================> জাতীয় শোক দিবস।

৮ সেপ্টেম্বর =============================> বিশ্ব স্বাক্ষরতা / নিরক্ষরতা দিবস।

১৫ সেপ্টেম্বর===============================> জাতীয় আয়কর দিবস।

সেপ্টেম্বর এর তৃতীয় মঙ্গলবার=================== ==> বিশ্ব শান্তি দিবস।

১৭ সেপ্টেম্বর====================================> মহান শিক্ষা দিবস।

৫ অক্টোবর =====================================> শিক্ষক দিবস।

৯ অক্টোবর =====================================> বিশ্ব ডাক দিবস।

১৬ অক্টোবর =====================================> বিশ্ব খাদ্য দিবস।

২২ অক্টোবর======================================> জাতীয় সড়ক নিরাপদ দিবস।

৩ নভেম্বর========================================> জেলহত্যা দিবস।

৪ নভেম্বর========================================> সংবিধান দিবস।

৭ নভেম্বর======================================> জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

১০ নভেম্বর===================================> নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস ও মালাল দিবস।

২১ নভেম্বর===================================> সশস্ত্রবাহিনী দিবস।

১ ডিসেম্বর====================================> মুক্তিযোদ্ধা দিবস ও বিস্ব এইডস দিবস।

৩ ডিসেম্বর ====================================> বিশ্ব প্রতিবন্ধী দিবস।

৬ ডিসেম্বর=====================================> স্বৈরাচার পতন দিবস* বা সংবিধান সংরক্ষণ দিবস।

৯ ডিসেম্বর=====================================> রোকেয়া দিবস।

১০ ডিসেম্বর ====================================> বিশ্ব মানবাধিকার দিবস।

১৪ ডিসেম্বর======================================> শহীদ বুদ্ধিজীবি দিবস।

১৬ ডিসেম্বর======================================> বিজয় দিবস।

১৮ ডিসেম্বর =======================================> আন্তর্জাতিক অভিবাসী দিবস।




বঙ্গবন্ধু স্যাটেলাইট

নানা কারণে বেশ কয়েকবার পেছানোর পর ১১ মে,২০১৮ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর কাজ করছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। তাদের ‘ফ্যালকন-৯’ রকেটে করে বঙ্গবন্ধু-১ যাত্রা শুরু করে। এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান  ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আছে।

দেশের প্রথম এ স্যাটেলাইট তৈরিতে খরচ ধরা হয়েছিল ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৩১৫ কোটি টাকা বাংলাদেশ সরকার ও বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। এ ঋণ দিয়েছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।

স্যাটেলাইট তৈরির এই পুরো কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তত্ত্বাবধানে। তিনটি ধাপে এই কাজ হয়েছে। এগুলো হলো স্যাটেলাইটের মূল কাঠামো তৈরি, স্যাটেলাইট উৎক্ষেপণ ও ভূমি থেকে নিয়ন্ত্রণের জন্য গ্রাউন্ড স্টেশন তৈরি।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেস। স্যাটেলাইট তৈরির কাজ শেষে গত ৩০ মার্চ এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে যাত্রা শুরু করে।

বর্তমানে দেশে প্রায় ৩০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে। এসব চ্যানেল সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে চ্যানেলগুলোর খরচ হয় ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এই স্যাটেলাইট ভাড়ার অর্থ দেশে থেকে যাবে। আবার স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বা সক্ষমতা অন্য দেশের কাছে ভাড়া দিয়েও বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ থাকবে। এই স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহার জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করছে সরকার। সম্প্রতি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহারের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ফিলিপাইন সরকার। এছাড়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সেবা নিতে ব্যবসায়িক যোগাযোগ শুরু করেছে থাইল্যান্ড ও নেপাল।

বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, দেশ-বিদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহারের অফার আসতে শুরু করেছে। আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি

বিএসসিসিএল চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইতোমধ্যে সেবা নিচ্ছে বাংলাদেশি ১০টি টেলিভিশন চ্যানেল। নৌ-পরিবহন, মৎস্য অধিদফতর এবং কৃষি বিভাগসহ ৩০টির বেশি স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিএসসিসিএলের সঙ্গে চুক্তি করেছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট দেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্যদিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।

এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বাস্তবায়ন করে। স্যাটেলাইটটি ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত।




বাংলাদেশের খেলাধুলা

★ বি. কে . এস . পি – বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান

★ বি. কে. এস. পি প্রতিষ্ঠিত হয় – ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে

★ বি. কে. এস. পি অবস্থিত – জিরানী, সাভার

★ বাংলাদেশের জাতীয় খেলা – কাবাডি ( হা-ডু-ডু)

★ ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয় – ১৯১৫ সালে

★ বাংলাদেশ ফুটবল দল প্রথম আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে – ১৯৭৩ সালে মালয়েশিয়ায়

★ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক – জাকারিয়া পিন্টু

★ কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশগ্রহণ করে – ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে

★ বাংলাদেশ এ পর্যন্ত সাফ গেমসে কতবার চ্যাম্পিয়ন ও কতবার রানার আপ – একবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্স আপ ।

★ বাংলাদেশ কোন সাফ গেমসে চ্যাম্পিয়ন হয় – অষ্টম সাফগেমসে নেপালকে ১-০ গোলে হারিয়ে

★ অষ্টম সাফ গেমস ফুটবলের ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেন – আলফাজ

★ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় – ১৯৭৩ সালে

★ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ‘ওয়ান ডে স্ট্যাটাস’ রাভ করে – ১৫ জুন, ১৯৯৭ সালে

★ বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে – ২৬ জুন, ২০০০ সালে

★ বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কততম – দশম

★ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় – ১৭ মে, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের সঙ্গে

★ বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক – শামীম কবির

★ বাংলাদেশ কততম আই.সি.সি কাপে চ্যাম্পিয়ন হয় – ষষ্ঠ (মালয়েশিয়া, ১৯৯৭ সালে )

★ বাংলাদেশ প্রথম কততম বিশ্ব অলিম্পিকে অংশ নেয় – ২৩ তম অলিম্পিক ( লস এঞ্জেলস )

★ ২৩ তম অলিম্পিক অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে

★ বাংলাদেশ প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে – ১৯৭৮ সালে

★ বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব – মোহন খান

★ বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী – নাজমুন নাহার বিউটি

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *